
হাবিবুল্লাহ বাহার, কালিগঞ্জ:– ভারত থেকে অবৈধপথে আড়াই লক্ষাধিক টাকার গলদা চিংড়ী রেনু পোনা আনার সময় ৩ চোরাকারবারীকে আটক করেছে স্থানীয় জনতা।
শুক্রবার ভোর রাত সাড়ে ৫ টার দিকে কালিগঞ্জ উপজেলার গান্দুলিয়া নামক এলাকা থেকে একটি প্রাইভেটকার সহ তাদের আটক করা হয়। পরে স্থানীয়রা কালিগঞ্জ থানার খবর দিলে থানার হতে উপ-পরিদর্শক সিহাব উদ্দীন প্রাইভেটকার সহ ১২টি পলিথিনের বল ভর্তি গলদা রেনু আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃতরা হলেন- দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রাামের মৃত আতিয়ার সরদারের ছেলে রবিউল ইসলাম (৫৫), একই এলকার জামান মোড়লের ছেলে মিল্টন মোড়ল (৩০) এবং নাংলা গ্রামের জামান উদ্দীন তালুকদারের ছেলে রবিউল আওয়াল (৩৬)।
এ ঘটনায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম জানান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই ৩ চোরাকারবারীকে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে জনসম্মুখে উক্ত ১২টি পলিথিনের বল ভর্তি গলদা রেনু কাঁকশিয়ালী নদীতে অবমুক্ত করা হয়।