প্রধান প্রতিবেদক: ভারতে পাচারকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তে চার কেজি ৬৭০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে বিজিবি। ভরি হিসাবে এর ওজন চারশ ভরি। বাজার মূল্য ২ কোটি ৮০ লাখ টাকা। শুক্রবার সকালে বিজিবির একটি টহল দল এই সোনা জব্দ করে।
বিজিবির কাকডাঙ্গা বিওপির নায়েক সুবেদার ওলি জানান, বিজিবির টহল দলটি সীমান্তে টহলে ছিল। এ সময় দুই ব্যক্তি বিজিবির টহল দেখে মোটর সাইকেলটি ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া মোটর সাইকেলটিতে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় সোনা উদ্ধার করা হয়।
সাতক্ষীরা বিজিবির অধিনায়ক লে. কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, উদ্ধার হওয়া স্বর্ণের ওজন চার কেজি ৬৭০ গ্রাম। ভরি হিসাবে ওজন ৪০০ ভরি। উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য দুই কোটি আশি লাখ টাকা। এ ঘটনায় কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।