মোঃ জিয়াউর রহমান, শ্যামনগর প্রতিবেদক : আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপভোগ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ডামোদার মোদী বাংলাদেশ সফর করবেন। পরবর্তী দিন ২৭ মার্চ দেশের বিভিন্ন স্থানে সফরে এক পর্যায়ে সাতক্ষীরার শ্যামনগরে ঈশ্বরীপুর ঐতিহাসিক যশোরেশ্বরী কালি মন্দির পরিদর্শন করবেন জানিয়েছেন সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্যামনগর সফর উপলক্ষ্যে ইতোমধ্যে ভারতীয় হাই কমিশনের বিভিন্ন কর্মকর্তা ও নিরাপত্তা দলের সদস্যরা ঘটনাস্থল সরেজমিনে ঘুরে গেছেন। মন্দিরের অবকাঠামো, যাতায়তের পথ, ও নিরাপত্তাসহ সবকিছু রেকি করে গেছেন তারা। বর্তমানে সাতক্ষীরা পুলিশের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে মন্দির এলাকায় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কালি মন্দির ও এর আশ-পাশ এলাকা গোয়েন্দা নজরদারিতে আনা হয়েছে। তাছাড়া জাতীয় গোয়েন্দা বিভাগের বিভিন্ন স্তরের সদস্যরা ঘটনাস্থল সার্বক্ষনিক পর্যবেক্ষণ করছেন।
এ দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্যামনগরে আগমনের খবরে স্থানীয় বসবাসকারী মতুয়া সম্প্রদায়ের মধ্যে আনন্দের জোয়ার বইছে। তারা রাষ্ট্রীয়ভাবে মোদীকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত। জেলা মতুয়া সম্প্রদায়ের সভাপতি ও শ্যামনগর উপজেলা সভাপতি কৃষ্ণান্দ মুর্খাজী বলেন, নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষ্যে মতুয়া সম্প্রদায়ের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।
যশোরেশ্বরী কালিমন্দিরের পুরোহিত দিলিপ মুখার্জী জানান, মন্দিরে প্রতি বছর শ্যামা, কালিপূজা অনুষ্ঠিত হয় এছাড়া প্রতি শনি ও মঙ্গলবার মন্দিরে পূজা অর্চনা করা হয়। এখানে শত শত ভক্তের সমাগম ঘটে। এ জেলার বিভিন্ন স্থানে মতুয়া সম্প্রদায়ের ২০ হাজারের বেশি সদস্য আছে।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ.ন.ম আবুজর গিফারী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্যামনগর যশোরেশ্বরী কালি মন্দির সফরে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মন্দির এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন কাজ অব্যাহত রয়েছে। নরেন্দ্র মোদীকে শ্যামনগর বাসী সাদরে বরণ করার অপেক্ষায় আছে।