শ্যামনগর প্রতিবেদক: স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদ্যাপন উপভোগ করতে আগামী ২৭মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ডামোদর মোদী (এনডি মোদী) বাংলাদেশ সফরে আসছেন। সফরের এক পর্যায়ে তিনি সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরীপুর ঐতিহাসিক যশোরেশ্বরী কালিমন্দির পরিদর্শন ও পূজাঅর্চনা করবেন। নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি সরেজমিনে অবলোকন করতে গতকাল শনিবার (২০ মার্চ) বেলা ১টায় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার এইচ,ই বিক্রম দোরাইস্বামী মন্দির এলাকা ঘুরে গেছেন। তাঁর সফর সঙ্গী হিসাবে সে দেশের সহকারী হাইকমিশনার (এএইচ সি আই, খুলনা) রাজেশ কুমার রায়না (আর,কে রায়না) ও প্রোটোকল কর্মকর্তা অমরেশ কুমার উপস্থিত ছিলেন। এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) এস এম মোস্তফা কামাল, জেলা পুলিশ সুপার (এসপি) মোস্তাফিজুর রহমান সহ স্থানীয় উপজেলা প্রশাসন উপস্থিত ছিলেন।