লুৎফর রহমান মন্টু: সীমান্তবর্তী জেলার সাতক্ষীরা সদরের ভোমরা বন্দর সংলগ্ন শেখ মার্কেট থেকে হাফিজুর রহমান নামের এক ব্যক্তিকে আটক হয়েছে। রবিবার সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে ভারতীয় ২০হাজার রুপিসহ আটক করে গোয়েন্দা শাখার বিশেষ ইউনিট।
হাফিজুর রহমান(৩৮) দক্ষিণ আলিপুরের আঃ বারীর ছেলে। রবিবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা স্থলবন্দরস্থ শেখ মার্কেটের থেকে তাকে আটক করে সংশ্লিষ্ট সংস্থা। পরে তাকে বিজিবি মারফত সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।
অনুসন্ধানে জানা যায় দীর্ঘদিন ধরে গোপনে হুন্ডির ব্যবসা করে আসছিলো হাফিজুর রহমান। হাফিজুর রহমানের বোনের জামাতা কবিরুল ইসলামের শেখ মার্কেটে একটি দোকান আছে। সেই দোকানেই গোপনে হুন্ডির টাকা লেনদেন করা হয়। কবিরুল ইসলাম ভোমরা ই্উনিয়নের ৩ নং ওয়ার্ডের (পদ্মশাখরা) মেম্বার। দীর্ঘদিন ধরে হাফিজুর ও কবিরুল পার্টনারশীপের মাধ্যমে ওই দোকান থেকে হুন্ডির ব্যবসা পরিচালনা করে আসছে।