দেবহাটা ব্যুরো: ভারতবঙ্গ ইন্টারন্যাশনাল পিস এ্যওয়ার্ডে ভুষিত হয়েছেন দেবহাটার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু বকর গাজী। স্থানীয় পর্যায়ে উন্নয়ন ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্প্রতি ভারতবঙ্গ ইন্টারন্যাশনাল পিস এ্যওয়ার্ডে ভুষিত হয়েছেন তিনি। ভারতের পশ্চিতবঙ্গ সরকার অনুমোদিত সাহিত্য ও সঙ্গীত গবেষনা সংস্থা মল্লভূম সাহিত্য একাডেমী তাকে ভারতবঙ্গ ইন্টারন্যাশনাল পিস এ্যওয়ার্ডের জন্য মনোনীত করেন। সাম্প্রতিক সময়ে ভারতের কলকাতা রবীন্দ্র ও কাকুরা ভবনে আয়োজিত জামজমকপুর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের বরেন্য ব্যাক্তিদের উপস্থিতিতে চেয়ারম্যান আবু বকর গাজী সহ অন্যান্য মনোনীতদের হাতে ভারতবঙ্গ ইন্টারন্যাশনাল পিস এ্যওয়ার্ড ও সম্মাননা সনদ তুলে দেন।