স্পোর্টস ডেস্ক :
সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের খেলায় ভারতকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেল বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে সুরভীর জোড়া গোলে নেপালকে ২-০ গোলে হারায় বাংলাদেশ।
টানা দুই ম্যাচ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ফাইনালে বাংলাদেশ। ভুটান ২ ম্যাচ হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে। এখন ভারত-নেপাল ম্যাচে যারা জিতবে তারা বাংলাদেশের সঙ্গে ফাইনালে খেলবে।
মঙ্গলবার খেলার ৯ মিনিটে আলপি আক্তারের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ভারতের আনুস্কা গোল করে দলকে সমতায় ফেরান।
খেলার ৭৯ মিনিটে সুরভী আক্তার প্রীতির গোলে ২-১ এগিয়ে যায় লাল সবুজের দল। খেলা একিবারে শেষ মুহুর্তে গোল করে বাংলাদেশের সহজ জয় নিশ্চিত করেন অর্পিতা।
গত ৮ ফেব্রুয়ারি কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের ফাইনালে অনেক নাটকীয়তার ম্যাচে শিরোপা ভাগাভাগি করা হয় বাংলাদেশ-ভারত। সেই ঘটনার এক মাস যেতে না যেতে আরেক বয়সভিত্তিক সাফে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ।