নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৮ নং ভাড়াশিমলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ বিশ্বাস আর নেই। শুক্রবার দিবাগত রাত ২ টায় ভাড়াশিমলাস্থ তার নিজস্ব বাসভবনে বার্ধক্যজনিত কারনে তিনি মৃত্যুবরণ করেন। শনিবার বাদ যোহর হিজলা কাশেমুল উলুম মাদ্রাসা ময়দানে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।
নূর মোহাম্মদ বিশ্বাস ভাড়াশিমলা ইউনিয়ন থেকে পরপর তিনবার চেয়ারম্যান পদে নির্বাচিত হন। তবে শারীরিক অসুস্থ্যতার কারণে গত ইউপি নির্বাচনে তিনি অংশগ্রহণ করেননি। তিনি স্কুল, কলেজ, মাদ্রাসাসহ অসংখ্য সামাজিক কর্মকান্ডে অবদান রেখেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র ও কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সাবেক সাংসদ ও কালিগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদৎ হোসেন, ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)’র কালিগঞ্জ উপজেলা সভাপতি ডা. ফজলুর রহমান, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট এবং ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।