
অনলাইন ডেস্ক :
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে ভাওয়াল রাজ এস্টেটের অবৈধ দখলদারদের পূর্ণাঙ্গ তালিকা চেয়েছে সংসদীয় কমিটি।
এ তালিকা কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ভাওয়াল এস্টেটের জমির বিষয়ে আদালতে চলমান মামলাগুলো গুরুত্ব বিবেচনা করে তা দ্রুত নিষ্পত্তি করতেও সুপারিশ করা হয়।
মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. মকবুল হোসেন এতে সভাপতিত্ব করেন।
এতে অন্যান্যের মধ্যে কমিটির সদস্য ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মনোরঞ্জন শীল গোপাল, মো. হাবিবর রহমান, মো. আনোয়ারুল আজীম (আনার), নেছার আহমদ প্রমুখ অংশ নেন।
বৈঠকে ভাওয়াল রাজ এস্টেটের জমির পরিমাণ নির্ধারণ ও তা দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের আইন অনুযায়ী সব অর্পিত সম্পত্তি সরকারের খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করতেও সুপারিশ করা হয়।
এছাড়া অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহে কর রাজস্বের ওপর নির্ভরশীলতা কমাতে ও ভূমি উন্নয়ন করের অবদান বৃদ্ধির বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্যও বৈঠকে বলা হয়।
সূত্র-ডেইলি বাংলাদেশ