বাণিজ্য ডেস্ক:
আসন্ন রমজানে চাল, চিনিসহ অন্যান্য নিত্যপণ্য ভর্তুকিমূল্যে বিক্রি করতে উৎপাদক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রোববার (১৯ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ভোগ্যপণ্য উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের ভতুর্কিমূল্যে রমজানকেন্দ্রিক পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করে এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, ‘সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ভোগ্যপণ্য উৎপাদক প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে রমজানে মানুষ স্বল্পমূল্যে নিত্যপণ্য কিনতে পারবেন।’
এ সময় বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজার থেকে বেশি দামে কিনে ভর্তুকি দিয়ে পণ্য বিক্রি করা একজন ব্যবসায়ীর পক্ষে সম্ভব নয়। তারপরও সরকারের আহ্বানে সাড়া দিয়ে ব্যবসায়ীরা এগিয়ে আসছে।’
এদিকে ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, খোলা ট্রাকে দৈনিক দুই হাজার পরিবারের জন্য ১১টি পণ্য ভর্তুকিমূল্যে সরবরাহ করা হবে। একজন ব্যক্তি প্যাকেজের আওতায় ৩৮০ টাকার পণ্য নিতে পারবেন। যেখানে সর্বোচ্চ ৫ কেজি মোটা স্বর্ণা চাল এবং এক কেজি চিনি রয়েছে। এ ছাড়া পানীয়জাতীয় ৮টি পণ্য রয়েছে। প্রতি কেজি স্বর্ণা চালের দাম পড়ছে ৪৫ টাকা আর চিনি বিক্রি হচ্ছে ৯০ টাকায়।