নিজস্ব প্রতিবেদক: খাস জমিতে অসহায় ভ‚মিহীন পরিবারের যাতায়াতের একমাত্র পথ বন্ধ করেছে একটি প্রভাবশালী মহল। মঙ্গলবার (১৯ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, সাতক্ষীরা পৌর সভার ৬নং ওয়ার্ডের কুখরালী গ্রামের বশির ব্রিজ প্রাণ সায়ের খালের প¦ার্শবর্তী খাসজমিতে প্রায় ৮০টি পরিবার বসবাস করে আসছিল। প্রাণ সায়ের খাল খনন করাকে কেন্দ্র করে তাদেরকে উচ্ছেদ করা হয়, কিন্তু তাদের পুনবার্সন করা হয়নি। এর ফলে তারা নিরুপায় হয়ে খালের আশপাশে ও বেড়িবাঁধ এর উপরে বৃদ্ধ, নারী-পুরুষ, শিশুদের নিয়ে অসহায় মানবেতর জীবনযাপন করতে থাকে। ঐ এলাকায় খাল খনন কাজ শেষে পুনরায় ৩০ টি পরিবার সেখানে আশ্রয় নেয়। কিন্তু প্রভাবশালী ঠিকাদার ইকবাল জমার্দ্দার দীর্ঘদিন ঐ এলাকায় ইটের ভাটা ও খাসজমি দাপটের সাথে দখল করে রেখেছে। এসবের প্রভাব বিস্তার করার লক্ষে সেখানে তার নিজস্ব লোক রেখেছে এবং ভ‚মিহীনদের চলাচলের একমাত্র পথটি লাঠিসোডার বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে।
পৌর ভ‚মিহীন সমিতিরসহ সভাপতি খাদিজা খাতুন বলেন, ইকবাল জমার্দ্দার অসহায় ভ‚মিহীন পরিবারের মানুষদের দাবিয়ে রাখার জন্য বিভিন্ন সময়ে হয়রানীমূলক মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা অব্যাহত রেখেছে। অতীতে আমাকে মারধর করে আমার দুই হাত ভেঙ্গে দিয়েছিল এবং অনেক ভ‚মিহীনদের মারধর করেছে। ক্ষমতার দাপট দেখিয়ে এ এলাকার সব খাস জমি তার নিজের দখলে রাখতে চায়।
পথটি কেন বন্ধ করা হয়েছে জানতে চাইলে ইকবাল জমার্দ্দারের উক্ত দখলীয় খাস জমিতে বসবাসরত রফিকুলের স্ত্রী ফাতেমা বলেন, খাল খনন কাজ শেষ হলেই ইকবাল জমার্দ্দার সাহেব পথটি বন্ধ দিতে বলেছে, তাই আমি বন্ধ করে দিয়েছি।
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রæতি অনুযায়ী প্রতিটি ভ‚মিহীন পরিবারকে গৃহ নির্মাণ করে দেওয়া হচ্ছে। কিন্তু অনেকাংশে প্রকৃত ভ‚মিহীন পরিবার এসব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। খোঁজ নিয়ে দেখা যায়, এখনও অনেক ভ‚মিহীন পরিবার বিভিন্ন নদী, খাল ও বেড়িবাঁধের উপর ছিন্নমূল অবস্থায় জীবনযাপন করছে। ভ‚মিহীন এসব পরিবারের দাবী, সরকারি ভাবে তাদের একটু মাথা গোজার ঠাই পেলে, তাদেরকে এ ধরনের হয়রানী ও দুর্বিসহ জীবনযাপন করতে হতো না।