নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে দেবহাটা উপজেলার বয়রা পুরাতন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নকল্পে ১ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে বয়রা পুরাতন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতির হাতে এ চেক তুলে দেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, ‘জেলা পরিষদ জেলার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে সহায়তা দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আজ বয়রা পুরাতন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নে ১ লক্ষ টাকার চেক প্রদান করা হল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মো. আল-ফেরদাউস আলফা, মো. মনিরুল ইসলাম, মো. আব্দুল হাকিম, মো. মহিতুর রহমান প্রমুখ।