আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে। বুধবার সকালে স্কুল কক্ষে বই বিতরণ উদ্বোধন করা হয়। বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ড. শিহাব উদ্দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে নতুন বই বিতরণ উদ্বোধন করেন। এসময় সহকারী প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।