আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দলে সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ (জিএসআইডিপি) থেকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী, সাতক্ষীরা ০৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হকের পক্ষে একাধিক প্রতিষ্ঠানের জন্য বরাদ্দকৃত ১৪ লক্ষ টাকা অনুদানের চিঠি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী বড়দল ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে স্ব স্ব প্রতিষ্ঠানের সভাপতি ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করা হয় এবং অনুদানের এ চিঠি তুলে দেওয়া হয়।
মতবিনিময়-কালে, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি নীল কণ্ঠ সোম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাংসদ প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা, শ্রমিকলীগ সভাপতি ঢালী শামসুল আলম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এসএম সাহেব আলী, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্য, হাজী জালালউদ্দীন কলেজের প্রভাষক রবীন্দ্রনাথ সরকার, আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান (মন্টু), উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তোষিকে কাইফু সহ জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্ব-স্ব প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় অধ্যাপক ডাঃ অ ফ ম রুহুল হক এমপির পক্ষে ফকরাবাদ বায়তুল আমান জামে মসজিদ সংস্কারে ৪ লক্ষ টাকা, বুড়িয়া শ্রী শ্রী মদন গোপাল আশ্রম সংস্কারে ৪ লক্ষ টাকা, জামাল নগর মিশন সংস্কারে ৩ লক্ষ টাকা, সাধু ফ্রান্সিস জেভিয়ার সংস্কারে বরাদ্ধকৃত ৩ লক্ষ টাকা অনুদানের চিঠি স্ব স্ব প্রতিষ্ঠান প্রধানের হাতে তুলে দেন অতিথিবৃন্দ।