আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের রাস্তার পাশের “ক” তফসিলের এনিমি সম্পত্তির খাসের সরকারি শিশু গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে ইউনিয়নের কানুর মোড় নামক স্থানের সন্নিকটে মেইন রাস্তার পাশে সরকারি জায়গা থেকে অবৈধভাবে শিশু গাছ কর্তন করা হয়। সরেজমিনে দেখা গেছে, উল্লেখিত স্থানের সরকারি মালিকানার শিশু গাছ দুটি কাটছে ফকরাবাদ গ্রামের মৃত নশের গাজীর ছেলে মান্নান গাজী। এর আগে বহু সরকারি জায়গার কাজ কর্তনের অভিযোগ তার নামে আছে। সরকারি গাছ কাটার বিষয়ে জানতে চাইলে মান্নান জানান, আমার কেনা গাছ আমি কাটছি। কাদের থেকে কিনেছে এমন প্রশ্নের জবাবে তিনি কোন জবাব দিতে পারিনি। ইউনিয়ন সহকারি ভুমি কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, আমি লোক পাঠিয়ে বন্ধ করে দিচ্ছি। একই দিন বিকালে স্থানীয় সূত্রে জানা গেছে, গাছ দুটির একটি সম্পূর্ণ রুপে এবং অন্যটির আংশিক কেটে ফেললেও আপাতত মান্নানের গাছ কাটার