আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী বিশ্বশর সরকার এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দক্ষিণ বড়দল শিব মন্দির মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষক মুকুন্দ মন্ডলের সভাপতিত্বে সভায় ইউপি সদস্য প্রার্থী বিশ্বশর সরকার তার বক্তব্যে বলেন, আমি সেটেলমেন্ট চলাকালীন সময়ে ওয়ার্ডে মানুষের পাশে থেকে সহযোগিতা করেছি। করোনাকালীন সময়ে সকলের পাশে থেকে স্বাস্থ্য সচেতন করেছি। আমি নির্বাচিত হতে পারলে এলাকার রাস্তা-ঘাট, মসজিদ-মন্দিরের উন্নয়ন করব, এলাকার প্রধান সমস্যা সুপেয় পানির ব্যবস্থা করব, আমার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে পরিনত করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা গ্রামকে শহরে রূপান্তরিত করার জন্য আপ্রাণ চেষ্টা করব। অনুষ্ঠানে রঞ্জন বাইন, পরিমল মন্ডল, শচীন্দ্র নাথ সরকার, মনিন্দ্রনাথ সরকার, পরিতোষ মন্ডল, মিঠুন মন্ডল, মন্টু সরকার, বাবুরাম সরকার, কার্ত্তিক চন্দ্র মন্ডল, তারক চন্দ্র সরকার, অনিমেশ সরকার, গণেশ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।