আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বড়দল আফতাবউদ্দিন কলেজিয়েট স্কুল মাঠে আটদলীয় নকআউট ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ভার্চুয়াল পদ্ধতিতে ফাইনাল খেলাটির শুভ উদ্বোধন করেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। আকর্ষনীয় এই খেলায় সাতক্ষীরার নগরঘাটা কালিবাড়ী রুপালি যুব সংঘ ক্রিকেট একাদশ ও মাগুরা ক্রিকেট একাদশ পরষ্পরের মুখোমুখি হয়। মনোমুগ্ধকর এই খেলায় মাগুরা ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে। জবাবে নগরঘাটা কালিবাড়ী রুপালি যুব সংঘ সব কয়টি উইকেট হারিয়ে ২৪.৪ বলে ১৪১ করতে সক্ষম হয়। ফলে মাগুরা ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন, নাসিরউদ্দীন ও শাহাদাৎ হোসেন জেসন। ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন ও বাবু। হাজারও দর্শকের উপস্থিতিতে ফাইনাল খেলাটিতে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির। বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যার সভাপত্বিতে এসময় সাবেক অধ্যক্ষ মোহাম্মাদ আলীসহ বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।