নিজস্ব প্রতিবেদক: বিশ্ব নগর পরিকল্পনা দিবস ২০২৩ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর ২টায় শহরের সুলতানপুরস্থ দ্যা পোল স্টার পৌর হাইস্কুল হলরুমে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে ও সাতক্ষীরা পৌরসভার সার্বিক সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দ্যা পোল স্টার পৌর হাইস্কুল’র প্রধান শিক্ষক অনামী কৃষ্ণ মণ্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর অনিমা রাণী মণ্ডল, শিক্ষক মো. রবিউল ইসলাম, দীপক কুমার মৃধা, মো. আমজাদ হোসেন, অসীত কুমার মণ্ডল, শিশির রঞ্জন রায়, ইতা রাহা প্রমুখ। আলোচনা সভা শেষে বিশ্ব নগর পরিকল্পনা দিবস উপলক্ষে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘সবুজ শহর, পরিচ্ছন্ন শহর, আমার প্রাণের শহর-সাতক্ষীরা’ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক এর প্রোগ্রাম অর্গানাইজার অসীম ঘোষ, সবুজ কুমার দাস, রাশিদুল হাসান, আকাশ মণ্ডলসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ব্র্যাক ইউডিপি’র ফিল্ড কো-অর্ডিনেটর মো. ইউছুফ আলী।