নিজস্ব প্রতিবেদক: ‘রাখিব চারপাশ পরিস্কার, করিব ডেঙ্গু প্রতিকার’ স্লোগানকে সামনে রেখে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা এবং পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পৌরসভার ৯নং ওয়ার্ডের মধুমল্লারডাঙ্গী এলাকায় ব্রাক সাতক্ষীরার আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়। আলোচনা সভায় ব্রাক ইউডিপির ফিল্ড কো-অর্ডিনেটর মো. ইউসুফ আলীর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, ব্রাক’র জেলা সমন্বয়ক এ এস কে আশরাফুল মাশরুদ, ব্রাক ইউডিপির জুনিয়র ইঞ্জি. মোছাদ্দেকুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ব্রাক’র প্রোগ্রাম অর্গানাইজার রাশিদুল হাসান, মধুমল্লারডাঙ্গী সিডিও সহ সভাপতি মো. আরিফুর রহমান খান বাপ্পী, ইয়ুথ গ্রুপের কনভেনার আশুরা ইয়াসমিন, সিও সাবিনা আক্তার, সদস্য আনিকা, শাহানারাসহ সিডিও ৯নং ওয়ার্ডের পিজি দলের সদস্যবৃন্দ। আলোচনা সভা শেষে পরিচ্ছন্নতা অভিযান ও অতিথিদের সমন্বয়ে একটি র্যালি বের হয়।