সাতনদী ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলার ব্রাহ্মরাজপুরে মাসুদ রানার ক্রয়কৃত ২শতক জমি দখলের পায়তারা চালাচ্ছে আব্দুর রশিদ ও রবিউল ইসলাম। জানা গেছে, আয়েশা খাতুনের নিকট থেকে মাসুদ রানা ২ শতক জমি ক্রয় করে। উক্ত জমিতে একটি দোকানঘর স্থাপন করিয়া মো. দিদারুলের নিকট ভাড়া প্রদান করার পর জমির মুল মালিকের চাচা আব্দুর রশিদ ও রবিউল ইসলাম পুনরায় উক্ত সম্পত্তি দখলের পায়তারা চালিয়ে যাচ্ছে। সূত্রে জানা গেছে, উক্ত জমির বিক্রেতা দামারপোতা গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী আয়েশা খাতুন জমিজমা সংক্রান্ত এসব ষড়যন্ত্র থেকে রেহায় পেতে ইতোপূর্বে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অভিযোগ দেয়। আয়শা খাতুন বলেন, ব্রাহ্মরাজপুর মৌজায় ক্রয়কৃত ও পৈতৃক ৫.৬৬ শতক জমি আমার ভোগদখলে রয়েছে। যার খতিয়ান নং- ১৬৪৫ ও দাগ নং- ৮৩৬১। যা ব্রাহ্মরাজপুর বাজার সংলগ্নে অবস্থিত। আয়েশা খাতুন বলেন, পরবর্তীতে গত ১১ এপ্রিল সকাল ১০টার দিকে চাচা আব্দুর রশিদ ও চাচাতো ভাই আলমগীর হোসেন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আমার তফসিল জমিতে এসে জবরদখলের চেষ্টা করে। আমি ও আমার স্বামী গোলাম মোস্তফা বাঁধা দিলে তাঁরা আমাদের লাঠি পিটিয়ে জখম করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরআগেও এই জমি জবরদখল করতে আসায় তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ করি। সে-সময় আমার চাচা আব্দুর রশিদ ও চাচাতো ভাই আলমগীর হোসেন থানায় হাজির হয়ে মুচলেকা দেয় যে, তারা ভবিষ্যতে এই জমিতে যাবেনা। দখল করার চেষ্টা করবে না। কিছুদিন যেতে না-যেতেই তারা আবারও জমিটি দখলের পায়তারা চালাচ্ছে। এব্যাপারে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগি পরিবারটি।