
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির এক জরুরী সভা মঙ্গলবার (২৬ জানুয়ারী) রাত ৮ টায় ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
ব্রহ্মরাজপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির আহবায়ক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স,ম শহিদুল ইসলামের সভাপতিত্বে জরুরী সভায় উপস্থিত ছিলেন ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, ইউপি মেম্বর রেজাউল করিম মিঠু, নিরঞ্জন ঘোষ ছোট্টু, ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শেখ আঃ ছালাম প্রমূখ।
এছাড়া সভায় ব্রহ্মরাজপুর বাজারের প্রচুর সংখ্যক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
সভায় ব্যবসায়ীরা ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠানের মতামত ব্যক্ত করেন। সবশেষে সর্ব সম্মতিক্রমে নির্বাচনের সিদ্ধান্ত হলে তপশীল ঘোষনা করা হয়।
২৯ জানুয়ারী ভোটার তালিকা যাচাই-বাছাই, আপত্তি-শুনানি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।
৩০ জানুয়ারী মনোনয়ন ক্রয়ের শেষ তারিখ।
৩১ জানুয়ারী মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ।
১ ফেব্রুয়ারী প্রার্থী তালিকা প্রকাশ।
২ ফেব্রুয়ারী প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ।
৩ ফেব্রুয়ারী প্রতীক বরাদ্দ।
৪ ফেব্রুয়ারী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ।
১০ ফেব্রুয়ারী সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন।