
মুকুল হোসেন, ব্রহ্মরাজপুর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) বিকালে সদর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শেখ শফিউদ্দীন শফি ব্যাপক কর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেছেন।
গণসংযোগকালে তার সাথে ছিলেন জেলা যুবলীগ নেতা ইফতেখারুজ্জামান, সদর থানা আ’লীগের সদস্য লোকমান হোসেন, ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুবলীগের মাহমুদ হোসেন লিটন, ডাঃ মোশাররফ হোসেন, নুর ইসলাম গাজী, আবুল কালাম, আদর আলী, শেখ রিয়াজ বনি, পলাশ চৌধূরী প্রমূখ।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শেখ শফিউদ্দীন শফি ব্রহ্মরাজপুর বাজারে উপস্থিত সকল শ্রেণী পেশার মানুষের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময়ের পর লিফলেট বিতরন করেন।