
এস, এম মুকুল (ব্রহ্মরাজপুর) প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার রেজাউল করিম মঙ্গল বুধবার দিবাগত রাত ১২ টায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। মৃত্যুর পূর্বে তিনি স্ত্রী, ২ কন্যা, ১ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের শোক জ্ঞাপন: রেজাউল করিম মঙ্গল মেম্বারের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস,এম শহিদুল ইসলাম, সচিব শেখ আমিনুর রহমান, মেম্বার এস,এম রেজাউল ইসলাম, নুর ইসলাম মগরেব, মতিয়ার রহমান, কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান ময়না, রেজাউল করিম মিঠু, কুরমান আলি, কালিদাস সরকার, মালঞ্চ খাতুন, মর্জিনা খাতুন, ভৈরবী সরকারসহ গ্রাম পুলিশবৃন্দ।
বিডিএফ প্রেসক্লাবের শোক বার্তা: ইউপি মেম্বার রেজাউল করিম মঙ্গলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাঈদ, কর্মরত সাংবাদিক মাষ্টার আছাদুল ইসলাম, মোঃ শাহাদাৎ হোসেন বাবু, এস,এম ইসমাইল হোসেন, রেজাউল করিম মিঠু, আরশাদ আলী, শরিফুল ইসলাম রানা, মুকুল হোসেন, শামীম রেজা, শামসুজ্জামান আকাশ, জাহাঙ্গীর হোসেন, আব্দুল হাকিম, সাদ্দাম হোসেন, আছাদুল ইসলাম প্রমূখ।