প্রেস বিজ্ঞপ্তি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তুলতে বলেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সাতক্ষীরার ৭৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের কাছে গাছের চারা রোপণের জন্য পাঠাচ্ছেন জেলা আ.লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি মেম্বর, সচিব এবং গ্রাম পুলিশদের জন্য গাছের চারা প্রদান করা হয়।