নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদে বৃহস্পতিবার (২৬ আগষ্ট) দুপুরে ‘মা’ ফাউন্ডেশনের এক যুগপূর্তি উপলক্ষে টি-শার্ট বিতরণ করা হয়েছে।
ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, সকল মেম্বর ও গ্রাম পুলিশদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদের পক্ষে সচিব শেখ আমিনুর রহমান টি-শার্টগুলি গ্রহন করেন।
টি-শার্ট বিতরণকালে উপস্থিত ছিলেন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল, এনবিবিকে আল-মদিনা দাখির মাদ্রাসার সভাপতি ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের বিদ্যুৎসাহী সদস্য শেখ আব্দুল আহাদ, গ্রাম পুলিশ বাসুদেব বিশ্বাস, ঠাকুর দাস সরকার, চিত্তরঞ্জন গাইন প্রমূখ।