নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে ‘মা’ ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকালে ডিবি ইউনাইটেড হাইস্কুলের সম্মেলন কক্ষে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মন্দিরের পুরোহিতদের মাঝে বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা এস,এম আব্দুল্লাহ আল-মামুন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনবিবিকে আল-মদিনা দাখিল মাদ্রাসার সভাপতি শেখ আব্দুল আহাদ, ডিবি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের লোকমান হোসেন, ডিবি ইউনাইটেড হাইস্কুলের অভিভাবক সদস্য তনুপ সাহা, ডিবি খান হোমিও প্যাথিক মেডিকেল কলেজের অধ্যাপক আব্দুল ওহাব আজাদ, দৈনিক সাতনদী’র মফস্বল বার্তা সম্পাদক এম. আর মিঠু, মাই টিভি’র জেলা প্রতিনিধি ও শিক্ষক ফয়জুল হক বাবু, মাওলানা মহাসিন উদ্দীন প্রমূখ।
ব্রহ্মরাজপুর ও ধুলিহর ইউনিয়নের প্রায় ৫০টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মন্দিরের পুরোহিতদের মাঝে অতিথিবৃন্দ বিপুল পরিমান মাস্ক ও সাবান বিতরণ করেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারী শিক্ষক মুকুল হোসেন।