নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে শনিবার (১২ জুন) বিকেলে বিশুদ্ধ পানির নামে জারে দূষিত পানি বিক্রির দায়ে অভিযান চালিয়ে এক পানি ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।
জানা যায়, ব্রহ্মরাজপুর বাজারের রঘু মাষ্টারের মার্কেটে ফিংড়ি ইউনিয়নের জনৈক কঙ্কন মাষ্টার একটি মাত্র দোকান নিয়ে সেখানে পানির প্লান্ট বসিয়ে কোন ধরনের সরকারী অনুমতি না নিয়েই দীর্ঘদিন ধরে নাম মাত্র বিশুদ্ধ পানি জারে বিক্রয় করে আসছিল। শনিবার বিকেলে ভ্রাম্যমান আদালত দোকানটিতে অভিযান চালায়। এ সময় বৈধ কাগজপত্র ও বিএসটিআইয়ের কোন অনুমোদন না থাকায় এবং বিশুদ্ধ পানির নামে জারে দূষিত পানি বিক্রির দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন ভ্রাম্যমান আদালতে দশ হাজার টাকা জরিমানা আদায় করে। এছাড়া অনুমোদন ছাড়া দোকান না চালাতে মালিককে সতর্ক করা হয়।
অপরদিকে, ভ্রাম্যমান আদালত ব্রহ্মরাজপুর বাজারের মেসার্স ভাই ভাই ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে। তবে ৩টি তেলের মিটার পরীক্ষা-নিরীক্ষা শেষে সব কিছু সঠিক পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।