ব্রহ্মরাজপুর (সদর) প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার ডি বি ইউনাইটেড হাইস্কুল মাঠে স্টার্ট ফান্ড ও এফসিডিও এর অর্থায়নে স্বাস্থ্যবিধি মেনে ভূমিজ ফাউন্ডেশনের বাস্তবায়নে দুর্যোগে ক্ষতিগ্রস্থ ১৯৯টি পরিবারের মাঝে পরিবার প্রতি ৯ হাজার টাকার প্রথম কিস্তিতে নগদ ৬টি সাবান, ১কেজি ডিটারজেন্ট, ১০টি মাক্স, ৪প্যাকেট ন্যাপকিন এবং ৪হাজার পাঁচশত টাকা করে বিতরন করা হয়। নগদ অর্থ ও হাইজিন বিতরণ অনুষ্ঠানে ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম শহিদুল ইসলামের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিলিপ কুমার মল্লিক, ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা সহ প্রধান অতিথির সফর সঙ্গীরা। নগদ অর্থ ও হাইজিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে এগিয়ে চলেছে তাই সকলকে এই টাকা দিয়ে দীর্ঘ পরিকল্পনা করে ছাগল, হাস-মুরগি বা বৃক্ষরোপণ ও পরিচর্যার আহ্বান রাখেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভূমিজ ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক উজ্জ্বল কুমার চক্রবর্তী।