নিজস্ব প্রতিবেদক: সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার (১৭ জুন) বিকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
ইউপি সদস্য রেজাউল করিম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা এলজিইডি’র সহকারী প্রকৌশলী জাহানারা খাতুন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য এস,এম রেজাউল ইসলাম, ডিবি গার্লস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবব্রত ঘোষ ও হাফিজুল ইসলাম, ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারী শিক্ষক মুকুল হোসেন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মোঃ রজব আলী প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের সচিব শেখ আমিনুর রহমান।
এলজিএসপি প্রকল্পের আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের দরিদ্র ও মেধাবী ১১০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। এছাড়া অনুষ্ঠানের সবশেষে একই প্রকল্পের আওতায় ব্রহ্মরাজপুর ইউনিয়নের পরিষদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ এবং দূর্যোগকালীন সময় ও বিভিন্ন জাতীয় দিবসে ইউনিয়ন পর্যায়ে প্রচার কার্যে ব্যবহৃত মাইক সেট ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদে হস্তান্তর করা হয়।