
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়ন শাখার আয়োজনে গ্রাম ডাক্তারদের কোভিড-১৯ সংক্রান্ত প্রশিক্ষণ ও পরিচয়পত্র প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১১টায় ব্রহ্মরাজপুর বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে ইউনিয়ন সভাপতি গ্রাম ডাক্তার জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি জেলা শাখার যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম এ হাসান, সাধারণ সম্পাদক অনিবার্ন সরকার, ব্রহ্মরাজপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেকের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা শাখার সদস্য মনিরুল ইসলাম, নলতা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান বাবর, ব্রহ্মরাজপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, আনোয়ার হোসেন, জাহাঙ্গীর হোসেন, জিন্নাত আমান প্রমুখ।
পরিচয়পত্র প্রদানকালে প্রধান অতিথি বলেন, গ্রাম ডাক্তাররা মানুষের দু:সময়ের সাথী। রাত দিন, বৃষ্টিবাদল সব কিছু উপেক্ষা করে মানবতার বিপদে তারা চিকিৎসা সেবা প্রদান করেন। তিনি গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির এ উদ্যোগকে স্বাগত জানান।