নিজস্ব প্রতিবেদক: সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ২২ পিচ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
ধৃতের নাম আমিনুল ইসলাম (৩৪)। সে ধুলিহর ইউনিয়নের জাহানাবাজ গ্রামের মোঃ সোহরাব সরদারের পুত্র।
জানা যায়, ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস,আই হাসানুজ্জামান, এ,এস,আই শিল্লুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ সড়কে অবস্থান নেয়। এ সময় মাদক ব্যবসায়ী আমিনুল ইসলামকে চ্যালেঞ্জ করে তার দেহ তল্লাশী করে ২২ পিচ ইয়াবা উদ্ধার হয়। পরে তাকে আটক করে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।
ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস,আই হাসানুজ্জামান জানান, ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ী ইউনিয়নে অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সজাগ রয়েছে। চলমান অভিযানের অংশ হিসেবে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মাদক ব্যবসায়ী আমিনুল ইসলামের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে।