নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌর এলাকা ও সদর উপজেলার পূর্বাংশের দুই ইউনিয়নের জলাবদ্ধতা দূর করতে ব্রহ্মরাজপুর ইউনিয়নের সাকলা ¯øুইস গেট দিয়ে সেচের মাধ্যমে পানি নিষ্কাশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকালে সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে ও পানি উন্নয়ন বোর্ড, সাতক্ষীরা জেলা প্রশাসন, স্থানীয় সাংসদ ও সদর উপজেলা চেয়ারম্যানের সার্বিক সহযোগীতায় সাকলা ¯øুইস গেটে উপস্থিত হয়ে এ সেচ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু। এসময় সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, ২নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, মহিলা কাউন্সিলর নুর জাহান, অনীমা রানী মন্ডল, রাবেয়া পারভিন, ব্রহ্মরাজপুর ও ধূলিহর ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় ৫টি ইলেকট্রিক সেচ পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন উদ্বোধন করা হয়। এতেকরে সাতক্ষীরা পৌরসভার ২, ৩, ৪ নং ওয়ার্ড ও সদর উপজেলার দুই ইউনিয়নের কিছু অংশ হতে জলাবদ্ধতার হাত থেকে রেহাই পেতে যাচ্ছে ওই এলাকার মানুষেরা।