
শেখ রিপজা হোসেন: সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্য ব্যাংদহা হতে আশাশুনির বুধহাটা রাস্তা সংস্কারের অভাবে চলাচলে জনদূর্ভোগে পড়েছে। রাস্তা সংস্কার কাজ শুরু হয়েছে। রাস্তায় থেকে থেকে পিচ উঠে যেয়ে গর্তে সৃষ্টি হয়েছে। এতে করে জনসাধারণের চলাচলে দুর্ভোগের শিকার হচ্ছে। গত (৮ জানুয়ারী) ঠিকাদার সংস্কার কাজ শুরু করেছে। বড় ট্রাক্টর দিয়ে এ রাস্তা জমি চাষের মতো চাষ করে পিচ এবং খোয়া উঠানো হয়েছে। নতুন ইটের খোয়া দিয়ে রুলার করা হচ্ছে। তাতে করে চলাচলে দুর্ভোগের শিকার হচ্ছেন। এ রাস্তা দিয়ে বিভিন্ন এলাকার মানুষ ও যানবাহন চলাচল করে থাকে। বিশেষ করে ব্যাংদহা-বুধহাটা রাস্তায় আশাশুনি, বুধহাটা, শ্বেতপুর, বেঊলা, শোভনালী, বদরতলা, বাউচাষ, জোড়দিয়া, হাবাসপুর, গোবরদাড়ী গ্রাম সহ এলাকার জনসাধারণ চলাচল করে থাকে। এ রাস্তা দিয়ে এলাকার কোমলমতি ছাত্র-ছাত্রী বুধহাটা হাই স্কুল কলেজ, গোবরদাড়ী স্কুল এন্ড কলেজ, মাদ্রাসায় দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করে থাকে। প্রতিনিয়ত বিভিন্ন যানবাহন চলাচল করে। পা চালিত ভ্যান, ইঞ্জিন চালিত ভ্যান, ইজিবাইক, মাইক্রো, মিনি ট্রাক, মালবাহী ট্রাক, মটোর সাইকেল সহ বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। এ ব্যস্ততম রাস্তা দ্রুত সংস্কার হলে জনসাধারণের চলাচলে দুর্ভোগ হতে মুক্তি পাবে। এলাকার সচেতন মহলের দাবি দ্রুত শিডিউল মোতাবেক কাজ করা হয়।