
শেখ রিপজা হোসেন: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা কমিনিউটি ক্লিনিকে সাস্থ্য বিধি মেনে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। (২৫ আগষ্ট) বুধবার সকাল ১১টায় ব্যাংদহা কমিনিউটি ক্লিনিকের হলরুমে কমিনিউটি ক্লিনিকের সভাপতি শেখ মোনায়েম হোসেনের সভাপতিত্বে এ সময় উপসিস্থত থেকে বক্তব্য রাখেন,ব্রাক প্রতিনিধি বাসুদেব মল্লিক, ওয়ালিদ হোসেন, সদস্য উজ্জল কুমার সরদার, শেখ আজমীর হোসেন বাবু, অজয় দাশ, ইসমাইল হোসেন, মিলটন ঢালী প্রমূখ। সভার শেষে কমিনিটি ক্লিনিকের সকল সদস্যদের হাতে ৫০টি করে মাক্স তুলে দিয়ে সাধারন জনগনের মাধ্যমে বিতারণ করার আহবান করেন শেখ মোনায়েম হোসেন। সমগ্র অনুষ্ঠানে পরিচালনা করেন সিএইচসিপি আরেফিন শরাফী।