নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহায় ব্যাটারি ভ্যান চালক, ইঞ্জিন ভ্যান চালক ও মটরসাইকেল চালকদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় ফিংড়ী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ব্যাংদহা বাজার কমিটির কার্যালয়ে এ কম্বল বিতরন করা হয়। কম্বল বিতরন কালে উপস্থিত ছিলেন ফিংড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সামছুর রহমান, ব্যাংদহা বাজার কমিটির সভাপতি রাজ্যেশ্বর দাশ, সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাউদ্দীন টপি, যুগ্ম-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু, ইউপি সদস্য জাকিরুল হক, উজ্জল কুমার সরদার, ইসমাইল হোসেন প্রমূখ। এসময় ব্যাংদহা বাজারের ব্যাটারি ভ্যান চালক, ইঞ্জিন ভ্যান চালক ও মটরসাইকেল চালকদের মাঝে ১২৫ পিছ কম্বল বিতরন করা হয়।