আবু ছালেক:
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা গ্রামের নুর মোহাম্মদ সরদারের ছোট পুত্র রবিউল ইসলাম লাভ করল পি এইচ ডি ডিগ্রি।
জানা গেছে, গত ৩০ জানুয়ারি ২০২৩ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেট সভার আদেশ মোতাবেক ৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো: বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের অন্তর্গত ম্যানেজমেন্ট বিভাগের অধিনে সাতক্ষীরার ব্যাংদহার মো: রবিউল ইসলামকে তাহার রচিত ‘Impact of industrial disputes on readzmade Garments industrz in Bangladesh’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য পি এইচ ডি ডিগ্রি প্রদান করেছে।
এ দিকে ফিংড়ীর ব্যাংদহার রবিউল ইসলাম পি এইচ ডি ডিগ্রি লাভ করাই অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন ফিংড়ীর চেয়ারম্যান লুৎফর রহমান, ৭ নং ওয়ার্ড মেম্বর সাংবাদিক মো: আবু ছালেক, এস এম জুলফিকার আলী সহ ফিংড়ী ইউনিয়নের সর্বস্তরের জনগন।