ফিরোজ হোসেন: ব্যাংক এশিয়া সাতক্ষীরা শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় শহরের রাধানগর সড়কে কেষ্ট ময়রার ব্রীজ সংলগ্ন মিরাজ আলী মার্কেটে সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক অর্জুন কুমার বসুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজা রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ডাঃ আবুল কালাম বাবলা, হাসান ইমটেক্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবু হাসান, ব্যাংক এশিয়া প্রধান কার্যালয়ের ফাস্ট ভাইস প্রেসিডেন্ট (এল এস এস ডি) এম আর চৌধুরী রাশেদ। এসময় আরো বক্তব্য রাখেন ব্যাংক এশিয়ার ফাস্ট ভাইস প্রেসিডেন্ট মো. আবু হেনা হাসানুজ্জামান, এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ এম এম ইলিয়াস হায়দার ও মৃতুঞ্জয় অধিকারী, ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. হাফিজুর রহমান, সাতক্ষীরা জজকোর্টের অতিরিক্ত পিপি সৈয়দ জিয়াউর রহমান বাচ্চুসহ জেলার ব্যবসায়ী ও সুধীজন। উল্লেখ ব্যাংক এশিয়ার সাতক্ষীরাসহ ১৩৫ টি শাখা রয়েছে। সমগ্র অনুষ্ঠানটও পরিচালনা করেন ব্যাংক এশিয়ার এ্যাসিস্টান্ট ভাইস প্রেসিডেন্ট মো. শফিকুল আলম।