সচ্চিদানন্দদেসদয় (আশাশুনি) সাতক্ষীরা: নেশার রাজ্যে এখন ব্যবহার করা হচ্ছে ঘুমের টাবলেট। ইয়াবা, হেরোইন, ফেনসিডিল, গাঁজা, ও মদের পর যুক্ত হয়েছে ঘুমের ট্যাবলেট। আশাশুনির ছোট বড় হাট বাজারে বিভিন্ন এলাকায় ইদানীং মাদক সেবীদের কাছে বেশ প্রিয় হয়ে উঠেছে এ ঘুমের ট্যাবলেট। বিভিন্ন নেশা সামগ্রীর দাম বৃদ্ধি, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির কারণে মাদক সেবীরা এখন ঝুঁকে পড়েছে বিভিন্ন ওষুধ কোম্পানির ঘুমের ট্যাবলেটের দিকে। ঘুমের ট্যাবলেট সেবন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় দিন দিন নতুন প্রজন্ম অন্ধকারে দিকে ধাবিত হচ্ছে। ফলে অভিভাবকরা তাদের উঠতি বয়সের সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। জানা যায়, আশাশুনি উপজেলার বিভিন্ন হাটা বাজারে ১৩৭ টি লাইসেন্স ধারি এবং অসংখ্যা লাইসেন্স বিহন ফার্ম্মেসি রয়েছে। নিয়মানুযায়ী সরকারি নীতিমালায় প্রত্যেক দোকানে একজন প্রশিক্ষিত ফার্ম্মাসিস্ট অবশ্যক। আশাশুনির হাতে গোনা কয়েক টি দোকানে ফার্ম্মসিষ্ট রয়েছে। অধিকাংশ দোকানেই নেই কোন ফার্মাসিষ্ট। সরকারি নীতিমালায় যে কোন ওষুধ চিকিৎসকের ব্যবস্থা পত্র ছাড়া বিক্রি করা নিষেধ রয়েছে। চিকিৎসকের ব্যাবস্থাপত্র ও ফার্মাসিষ্ট নিয়ান্ত্রাধীন ওষুধ বিক্রির কথা থাকলেও মানা হচ্ছে না সে সব নিয়ম নীতি। কোন নিয়ম নীতি ছাড়াই লাইসেন্স ধারী ও লাইসেন্সবিহীন ফার্মেসিগুরোতে অবাধে বিক্রয় হচ্ছে ঘুমের ট্যাবলেট। সেই সাঙ্গে পিছিয়ে নেই গ্রামাঞ্চলের মুদি দোকান গুলো। বিভিন্ন নামি দামি ও নাম সর্বস্ব ওষুধ কোম্পানির ঘুমের ট্যাবলেট বাজার সয়লাব। নেশার উদ্দেশ্যে আসক্ত ব্যক্তিরা ক্রয় করে তা সেবন করছে। সূত্র জানায় সেবনকারীরা প্রতিদিন একই ফার্ম্মেসি থেকে ২/৩ পাতা ঘুমের ট্যাবলেট ক্রয় করছে। ফার্ম্মেসির লোকদের সঙ্গে তাদের সখ্য গড়ে ওঠায় ক্রয়ে কোন বিপত্তি ঘটে না। অতি সহজেই তারা ঐসব ট্যাবলেট পাচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, আশাশুনির কামালকাটি বাজার, বিছট বাজার, বদরতলা বাজার, কাটাখালি বাজার, শ্রীউলা বাজার, আশাশুনি বাজার, হাজরা খালি বাজার, বুধহাটা বাজার, নাকতাড়া বাজার, গোদাড়া বাজার, খাজরা বাজার, তুয়ারডাঙ্গা বাজার, মহিষকুড় বাজার, গোয়ালডাঙ্গা বাজার, মাড়িয়ালা বাজার, কাঁকড়াবুনিয়া বাজার, প্রতাপনগর বাজার, আনুলিয়া, কাদাকাটি বাজার, বাইনতলা বাজার, মধ্যম একসরা বাজার, কাপসন্ডা বাজার, বসুখালি, কাক বাসিয়া বাজার, হাজরাখালি, পুঁইজালা, হেতালবুনিয়া, হিজলা, কালিবাড়ি, তেঁতেলিয়া, চেঁচুয়া, দক্ষিন একসরা, নাটানা, জামালনগর, তালতলাবাজার, কুল্যার মোড়, গুনাকর কাটি, সোনাতলা, পাইথলী, খরিয়াটি, গাজিরহাট এ সমস্ত এলাকার লাইসেন্স প্রাপ্ত ও লাইসেন্স বিহীন দোকানে অবাধে ঘুমের ট্যাবলেট বিক্রয় হচ্ছে। অনেক ফার্ম্মেসির মালিক বলেছেন আমরা ব্যবস্থাপত্র ছাড়া কোন ঔষধ বিক্রয় করি না। ঘুমের ট্যাবলেটের মধ্যে রয়েছে ইজিয়াম, কেøাবাম, এমিট্রিপটাইলিন, ডরমিটল প্রভৃতি। আশাশুনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা জানান, রেজিষ্ট্রেশন ও বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ঘুমের ট্যাবলেট বিক্রয় করা সম্পূর্ণ নিষেধ। তাছাড়া ড্রাগ লাইসেন্সবিহীন কোন ফার্মেসির মালিকের কাছে বিক্রয় করা সম্পূর্ন নিষেধ।