#মামলার বাদী সমন্বয়ক রিফাত হোসেন
নিজস্ব প্রতিবেদকঃ বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের জেলা সভাপতি আরাফাত হোসেনের বিরুদ্ধে সন্ময়ক এ এইচ রিফাত হোসেনের বাড়িত হামলার অভিযোগে থানায় এজাহার দায়ের করা হয়েছে। সন্ময়ক রিফাত হোসেন তার ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন তার বাড়িতে আরাফাত হোসেনের নেতৃত্বে হামলা করা হয়।এ ঘটনায় থানায় এজাহার দায়ের করার কারনে নিউমার্কেট মোড় এলাকায় আরাফাত ও সাদিকের নেতৃত্বে রিফাতকে পিটানো হয়।মারপিটের শিকার রিফাত হোসেন বুধবার ১১টায় থানা ভবনে প্রবেশ করলে আরাফাত হোসেনের নেতৃত্বে ৭/৮জনের একটা দল থানার গেটে অবস্থা নেয়। এতে আতঙ্ক গ্রস্থ রিফাত কৌশালে সাংবাদিক জাহিদ হোসেনের মোটরসাইকেল উঠে সটকে পড়ে। এসময় আরাফাত ও তার সঙ্গীরা সাংবাদিক জাহিদের উপর চড়াও হয়। পরে স্খানীয় তাদের নিবৃত্ত করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম রিফাত হোসেন এজাহার দায়েরর কথা অস্বীকার করে জানান, এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।