আব্রাহাম লিংকন, শ্যামনগর থেকে: শ্যামনগরের বৈশখালী থেকে ১ বছর আগে চুরি হয়ে যাওয়া ৫টি খুঁটি উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ। ১ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে থানা পুলিশের কনস্টেবল সেলিম হোসেন ঘটনাস্থলে গিয়ে মৃত জুম্মান খাঁ এর ছেলে হাকিম খাঁ এর পুকুর থেকে ৫ টি সিমেন্টের খুটি উদ্ধার করে।
অভিযোগ সূত্রে জানাগেছে যে, কৈখালী ইউনিয়নের আরমান সরদারের ছেলে দিনমজুর আতিয়ার অনেক কষ্টে ঘর করার জন্য ১৫ টি সিমেন্টের খুঁটি তৈরি করে। তার থেকে ৮টি খুঁটি গত ১২ অক্টোবর ২০২১ সালে চুরি হয়ে যায়। আতিয়ার সরদার নিজ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করে। গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানা পুলিশের সহযোগীতায় ৫টি খুঁটি উদ্ধার করে। এ বিষয়ে আতিয়ার সরদার নিজ বাদী হয়ে শ্যামনগর থানায় হাকিম খাঁ'কে বাদী করে একটি অভিযোগ দায়ের করেন।
তবে হাকিম খাঁ বলেন, আমি একই এলাকার মজিবর মোল্লার ছেলে সালাউদ্দিন ও করিমের ছেলে
রফিকুল ইসলামের কাছ থেকে কিনেছিলাম। শ্যামনগর থানা পুলিশ নিহার বৈরাগী বলেন, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।