শ্যামনগর সংবাদদাতা: শ্যামনগরের কৈখালীর বৈশখালীতে বিদুৎস্পর্শে একজনের মৃত্যু, অপরিকল্পিত ভাবে ৪ তলা ভবন তৈরীর জন্য মৃত্যু হয়েছে এমন ধরেন মন্তব্য করছেন স্থানীয়রা৷
বৈশখালী গ্রামের মৃত আবু বক্কারের ছেলে ওমর আলীর চারতলা ভবনের বেলকনির ড্রফল তৈরীর জন্য একুই গ্রামের মৃত আনছার ভাঙ্গির ছেলে। শুকর আলী (৩৮) রাজ মিস্ত্রির সাথে ৩০ হাজার টাকা চুক্তিত্বে বেলকনির ড্রফল তৈরির কাজ গ্রহণ করে ৷ ১৮ আগস্ট ২০২২ তারিখ ১২ টার সময় ৪ তলা ভবনের ৩য় ফ্লোরে বেলকনির তৈরীর জন্য শুকর আলী, ভবন মালিক ওমর আলী, ফুফাতো ভাই দেলবার ও শ্রমিক রেজা ভারার বাঁশ বাঁধার সময় শুকর আলী ৪৪০ ভোল্টের পল্লীবিদুৎ এর তারের সাথে জড়িয়য়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়৷ শুকুর আলীকে শ্যামনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন৷