আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বোমা বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ১৪জন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এখনও পর্যন্ত এ বিস্ফোরণের দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ডন।
দেশটির পুলিশ জানায়, রোববার সকালে বারখান জেলার একটি বাজারে বিস্ফোরণ ঘটে। এতে সেখানকার অনেকগুলো দোকান ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। বোমাটি একটি মোটরসাইকেলের সাথে সংযুক্ত ছিল এবং রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে মনে করছে তারা।
বারখানের ডেপুটি পুলিশ কমিশনার আবদুল্লাহ খোসো ডনকে বলেন, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) মোটরসাইকেলে রাখা ছিল। এরপর বিস্ফোরণ ঘটানো হয়। হামলার পর ওই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। এবিষয়ে তদন্ত করছে পুলিশ।
বেলুচিস্তান্তের মুখ্যমন্ত্রী মির আব্দুল্লাহ কুদ্দুস এই হামলার নিন্দা জানিয়েছেন। সেইসঙ্গে তিনি এই হামলায় জড়িতদের গ্রেপ্তারে সকল ধরনের পদক্ষেপ নেওয়া নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, যারা নিরীহ লোকদের রক্ত ঝরিয়েছে তারা মানবতার শত্রু।