সংবাদদাতা:
যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২০ পিচ স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারী কে আটক করেছে বিজিবি সদস্যরা।
সোমবার (১৪ ফেব্রæয়ারি) সকাল ১০টায় ২০পিচ স্বর্নের বারসহ পাচারকারীদের হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানাধী পুটখালী গ্রামের আলী হোসেনের ছেলে মোঃ লিটন হোসেন(২৫) একই গ্রামের আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ হাফিজুর রহমান(২৮)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে একটা স্বর্ণের চালান পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুটখালী সীমান্তের বালুন্ডা গ্রামে অভিযান চালিয়ে ৩ কেজি ৮৯১ গ্রাম ২০ পিচ স্বর্ণের চালান আটক করে।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কের্নেল মঞ্জুর ই এলাহী জানান, বেনাপোল পুটখালী সীমান্তের বালুন্ডা গ্রাম থেকে ২০ পিচ স্বর্ণসহ ২ পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার ম‚ল্য দুই কোটি উনপঞ্চাশ লক্ষ একান্ন হাজার নব্বই টাকা)। আটককৃত স্বর্ণ পাচারকারীদ্বয়, স্বর্ণের বার এবং অন্যান্য মালামাল বেনাপোল পোর্ট থানার মাধ্যমে ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।