নিজস্ব প্রতিবেদক:
যশোরের বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে ১৩টি স্বর্ণের বারসহ আশিক(৪০) নামে এক পাচারকারী যুবক আটক করে বিজিবি। (১৯নভেম্বর) বৃহস্পতিবার দুপর২টার সময় বেনাপোলের আমড়াখালি চেকপোস্টে বাস থেকে আটক হয়। আটকৃত আসামী ঝিকরগাছা থানার দেউলি গ্রামের মোঃসৈয়দ আলীর পুত্র।
৪৯ বেনাপোল বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার শহিদ সাংবাদিকদের জানান,গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালি চেকপোস্ট এই অভিযান চালিয়ে ১৩টি স্বর্ণের বার যার ওজন ১কেজি৪৭০গ্রাম সহ ১ পাচাকারীকে আটক করা হয়েছে।আটকৃত স্বর্ণের মুল্য১ কোটি ৯লক্ষ টাকা। আটককৃত আসামীকে স্বর্ণ বার সহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানান।