বেনাপোল প্রতিবেদক: হতদরিদ্র অসহায় ও সমিতির সদস্যদের মাঝে কয়েকশত শীত বস্ত্র বিতরন করেছেন বেনাপোলে রিপোর্টার্স বহুমুখি সমবায় সমিতি লিমিটেড। বেনাপোল চেকপোস্টে রিপোটার্স সমবায় সমিতি’র নিজস্ব কার্যালয়ের সামনে শীত বস্ত্র বিতরন ও আলাচনা সভা অনুষ্ঠিত হয়।
সমিতি’র পরিচালক আব্দুর রহিম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন শার্শা উপজেলার সমবায় অফিসার এবি এস এম আককাস আলী ও সমবায় পরিদর্শক রফিকুজ্জামান উপদেষ্টা আব্দুল হামিদ,সাংবাদিক কাজী শাহজাহান সবুজ,মশিয়ার রহমান,আব্দুল জব্বার,রাকীব আহম্মেদ,আলী হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গও এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি হাফিজুর রহমান। শীত বস্ত্র পেয়ে খুশি সমিতির সদস্য ও এলাকার দু:স্থ্য মানুষেরা।