প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ১০:০০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২০, ৮:৪১ অপরাহ্ণ
বেতনের টাকায় ১৩১০ কেজি আলু দিলেন সরকারি কর্মকর্তা
আকরামুল ইসলাম: এক মাসের বেতনের টাকায় অসহায় গরীববের জন্য এক হাজার ৩১০ কেজি আলু ক্রয় করে দিয়েছেন সরকারি কর্মকর্তা আমিনুর রহমান বুলবুল। অসহায় দুস্থদের মাঝে বিলিবন্টনের জন্য শুক্রবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের নিকট তার এ সহয়তা পৌঁছে দেন।
শ্যামনগর উপজেলার নকিপুর খাদ্যগুদাম কর্মকর্তা আমিনুর রহমান বুলবুল জানান, উপকূলীয় এলাকা সাতক্ষীরার শ্যামনগর। এ উপজেলায় অধিকাংশই খেঁটে খাওয়া মানুষ। বর্তমানে করোনা পরিস্থিতিতে মানুষ ঘর থেকে বের হতে না পেরে দারুণভাবে অসহায় হয়ে পড়েছেন। সরকারিভাবে যে সহযোগিতা দেওয়া হচ্ছে সেটিও পর্যাপ্ত নয়। এমন মুহূর্তে সকল মানুষকে মানবিক হয়ে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, আমার এক মাসের বেতনের টাকা দিয়ে অসহায় মানুষদের জন্য সামান্য সহযোগিতা করেছি। সকল মানুষরা এভাবে এগিয়ে আসলে করোনা মোকাবেলা করা সম্ভব হবে।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজার গিফারী বলেন, অসহায় দুস্থ ও খেঁটে খাওয়া মানুষদের মাঝে সরকারের দেওয়া সহযোগিতা পৌঁছে দেওয়া হচ্ছে। দেশের এ ক্রান্তিলগ্নে সমাজের বিত্তশালী মানুষদেরও এগিয়ে আসতে হবে।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.