সাতনদী ডেস্ক: বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাতক্ষীরা জেলা বিএনপির দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ আগষ্ট) বিকালে আমতলা নিরিবিলি কমিউনিটি সেন্টারে সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব আব্দুল আলী, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবি, সদর বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক সিরালি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আলী, ইসমাইল হোসেন বাবু, সাইফুল ইসলাম বাবলু, মতিউর রহমান কচি, কামরুজ্জামান পলাশ, মাহমুদ উল হক, ওলিউর রহমান, নাছির উদ্দিন বাবু, রফিকুল ইসলাম, আব্দুল হাকিম, আব্দুল জলিল, জহরুল, নবাব জানসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাও. কামরুল ইসলাম। দোয়া অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন।