প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৮:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৩৭ অপরাহ্ণ
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এমপি প্রার্থী আলাউদ্দীনের দোয়া মাহফিল
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে আশাশুনিতে ছাগল কুরবাণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) আশাশুনির গুনাকরকাটি খানকা শরীফে এ অনু্ষ্ঠানের আয়োজন করা হয়।
সাতক্ষীরা ৩ (আশাশুনি, কালিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব কাজী আলাউদ্দীনের উদ্যোগে বিকালে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাদকায়ে জারিয়া হিসাবে খানকা শরীফ হেফজখানায় শিক্ষার্থীদের জন্য একটি ছাগল কোরবাণী করা হয়। মাগরিব নামাজ শেষে দরবার শরীফ জামে মসজিদে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মীলাদ পরিচালনা করেন, মসজিদের ইমাম হাফেজ মনিরুল ইসলাম। দোয়া পরিচালনা করেন, মাওঃ রবিউল ইসলাম। মীলাদ মাহফিলে সাবেক ইউপি চেয়ারম্যান পীরজাদা আব্দুল কাইউম, পীরজাদা আবু তাহের, এমপি প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দীন উপস্থিত ছিলেন। এছাড়া ছফর সঙ্গী হিসাবে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক যুগ্ম আহবায়ক রবিউল আওয়াল ছোটসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.