
মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিবেদক: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী বাজারের সামনে পানি উন্নয়ন বোর্ডের ৫ নম্বর ফোল্ডারের ভাঙ্গন কবলিত পাউবো রাস্তা কেটে পাইপ বসানোর কাজ চলছে। এর ফলে ফের ভাঙ্গনের আশঙ্কায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে এলাকার মানুষ।
বিষয়টি শ্যামনগর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী শাহনাজ পারভীনকে জানানোর পরেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি। এছাড়া কিছুদিন পূর্বে পানিসম্পদ প্রতিমন্ত্রী পাউবোর উপরের সকল নাইনটি তোলার নির্দেশ দিলেও সে নির্দেশ অমান্য কর দালাল চক্রের মাধ্যমে বহাল তবিয়াতে অবৈধ নাইনটি বসানোর কাজ করে যাচ্ছে। ভাঙ্গন কবলিত স্থানে অবৈধ নাইনটি বসানো ব্যক্তি স্থানীয় সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, পাউবোর সকল কর্মকর্তা কে অবহিত করে রাস্তা কেটে নাইনটি বসাচ্ছি।
গত ৩১ মার্চ বুড়িগোয়ালিনী দুগাবাটি গ্রামে বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়। নষ্ট হয়ে যায় কোটি কোটি টাকার সম্পদ। সামনে প্রবল জোয়ারে যদি এভাবে রাস্তা কেটে নাইনটি বসানো হয়, লোনা পানি তোলে তাহলে আবার ভেঙ্গে প্লাবিত হবে। বুড়িগোয়ালিনী দুগাবাটি সহ কয়কটি গ্রাম প্লাবিত হয়ে নষ্ট হবে কাঁকড়ার প্রজেক্ট, মিষ্টি পানির উৎস, মৎস্য সম্পদ সহ ঘর বাড়ি। স্থানীয় রুস্তুম আলী বলেন, এ জায়গা ভাঙ্গন কবলিত। পাউবোর রাস্তা কেটে যে ভাবে নাইনটি বসিয়ে লোনা পানি উঠাচ্ছে প্রবল জোয়ারের সময় পুনরায় ভেঙ্গে যাবে। দ্রুত যদি নাইনটি না তুলে নেওয়া হয় তাহলে ওয়াপদা ভেঙে যাবে।
রবীন্দ্র নাথ মুল্লিক সহ অনেকে বলেন, ওয়াপদার রাস্তা কেটে পাইপ বসাচ্ছে এতে রাস্তা ভাঙ্গবে কিন্তু পাইপ দুরে না দেওয়ার কারণে প্রতিবছর রাস্তা ভাঙে। রাস্তা কেটে যেভাবে নাইনটি বসাচ্ছে তা এক্ষনি ভেঙে যাবে।
পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী শাহনাজ পারভীন বলেন, আমি নাইনটি বসানো বন্ধ করে দিতে চেয়েছিলাম কিন্তু স্থানীয় চেয়ারম্যান সহ আরো অনেকের মাধ্যমে সুযোগ টা দেওয়া হয়েছিল। ভাঙ্গনের আশঙ্ক থাকলে ক্লোজ করে দিব।