
নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর: শ্যামনগর উপজেলায় বুড়িগোয়ালিনী পরিবেশ উন্নয়ন ক্লাবের আয়োজনে মঙ্গলবার ২রা নভেম্বর বিকাল ৩ টার সময়ে নীলডুমুর ডাকবাংলোয় স্থানীয় বাজার ব্যবসায়ী সহ স্থানীয় সুধীজনদের নিয়ে পরিবেশ সচেতনতাম‚লক আলোচনা সভা করা হয়। বুড়িগোয়ালিনী পরিবেশ উন্নয়ন ক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হালিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ খাঁন শরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ট্যুরিস্ট জোনের অফিসার ইনচার্জ মহসীন আলী, ইউপি সদস্য ডাঃ আব্দুল গনি, নওয়াবেকী গণম‚খী ফাউন্ডেশনের হেড অফ মনিটরিং ও ডকুমেন্টেশন মাহবুব আলম, প্রকল্প ব্যবস্থাপক (এস ই পি-কাঁকড়া) খালেদ শামস, পরিবেশ অফিসার মোঃ মোজাফফর ফয়সাল, ডকুমেন্টেশন অফিসার শান্তনু বিশ্বাস প্রমুখ।
উক্ত সভায় বক্তাগণ পরিবেশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। নীলডুমুর তথা উপক‚লীয় অঞ্চলের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, পর্যটক বান্ধব করা এবং সুন্দরবনের ভারসাম্য রক্ষা করা উক্ত সভার ম‚ল আলোচ্য বিষয় ছিল। সভায় উপস্থিত সকলেই প্রতিশ্রুতি প্রদন করেন যে এই মর্মে তারা একজোট হয়ে কাজ করবেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র ক্লাবের সাধারণ সম্পাদক এস, এম সাহেব আলী।